সোমবার ১১ আগস্ট ২০২৫ - ১৮:৫৪
ইরান সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী সংগঠনগুলোর সঙ্গে দেশটির কালচারাল সেন্টারের বৈঠক

ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদের পর ঢাকায় ইরান কালচারাল সেন্টারে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের নেতাদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে গত ১৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বিপ্লবী ছাত্র পরিষদ। এ সময় তারা ইসরায়েলের পতাকা আগুনে পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানায়। পরের দিন ২০ জুন জাতীয় বিপ্লবী পরিষদও বায়তুল মোকাররমে বাদ জুমা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

গত ৬ আগস্ট ইরান কালচারাল সেন্টারের কালচারাল কাউন্সিলর সায়েদ রেজা মীর মোহাম্মদী ফোনে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দকে ইরানের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজ রবিবার বিকেল ৪টায় তিনি দুই সংগঠনের নেতাদের ইরান কালচারাল সেন্টারে আমন্ত্রণ জানান। সেখানে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে ইরান ও বাংলাদেশের সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং দুই দেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে ইরানের পক্ষে বিক্ষোভের স্মারক এবং ৩৬ জুলাই বিপ্লবের বিজয়ের স্মারক উপহার হিসেবে প্রদান করা হয়। ইরান কালচারাল সেন্টারের পক্ষ থেকে অতিথিদের বই ও ম্যাগাজিন উপহার দেন কাউন্সিলর সায়েদ রেজা মীর মোহাম্মদী।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুদ্দীন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম; বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha